প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৫, ২০২৬, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২২, ৬:৩৩ পি.এম
শ্রীনগরে ফসলি জমির মাটি কেটে পুকুর তৈরি

মুন্সিগঞ্জের শ্রীনগরে কোন প্রকার সরকারি নীতি নিয়মের তোয়াক্কা না করে প্রশাসনের চোখ ফাকি দিয়ে ৩ ফসলি জমি কেটে তৈরি করছে পুকুর হুমকীর মুখে পরছে পার্শ্ববর্তী জমি। জমির মালিক আজিজুল একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় ভয় কিছু বলতে পারছে না পার্শ্ববর্তী জমির মালিকরা।
উপজেলার বীরতারা ইউনিয়নের সাতগাঁও মৌজাস্থিত সাতগাঁও বাজারের পশ্চিম পাশে মাটি খনন যন্ত্র(ভেকু) দিয়ে ১০/১২ ফিট গভীর করে মাটি খনন এর কারনে আশপাশের জমি ভেঙ্গে পরার উজ্জল সম্ভাবনা রয়েছে।
স্থানীয়রা জানান, যে জমিটি কাটা হচ্ছে জমির মালিক একজন প্রভাবশালী ব্যক্তি এলাকায় তার খুব নাম ডাক রয়েছে। তাই তার জমির পাশে আমাদের থাকা সত্তে ও জমি ভেঙ্গে পরার সম্ভাবনা দেখে ভয় কিছু বলতে পারছি না। তাকে কিছু বললে বা জিজ্ঞেস করলে সে বলে আমার জায়গায় আমি কাটছি তাতে তোমাদের সমস্যা কোথায়?
এবিষয় জমির মালিক আজিজুল বলেন, আমার জমি কেটে আমি পুকুর তৈরি করছি৷ শ্রেণী পরিবর্তনের অনুমতি নিয়েছি। প্রয়োজন হলে কাজ শেষ হলে আমি অনুমতি নিয়ে নিবো। ফোনে এত কথা বলা যাবে না আপনি আসেন চা খেতে খেতে সরাসরি কথা বলি।
এবিষয় শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ব্যারিস্টার সজিব আহমেদ জানান, এমন কাউকে কোন প্রকার অনুমতি দেওয়া হয়নি।আমি গত বৃহস্পতিবার এই জমিটি কাটায় নিষেধ করে এসেছি । আমি ষোলঘর উপসহকারী ভুমি কর্মকর্তা মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho