কক্সবাজারের টেকনাফে ১৬ এপিবিএন ফোর্স অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক দুই রোহিঙ্গা টেকনাফ এলাকার রোহিঙ্গা রশিদ আহমেদের ছেলে আরকান (১৯) ও মৃত নুর আলমের ছেলে রোহিঙ্গা মহিবুল্লাহ (৩৭)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) মধ্য রাতে গোপন খবর আসে ক্যাম্প-২১ চাকমারকুল এর বি/৩ ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পাশের রাস্তায় মাদক কারবারিরা মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে এমন খবরে সেখানে অভিযান চালিয়ে তাদের দেহ তল্লাশি করে ৪ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ১ টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিনসহ তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানান যায়, আটকদের বিরুদ্ধে আইনয়ানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা/এন