
যশোরের বাঘারপাড়ায় বাস উল্টে নারী শিশুসহ ৩০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৪ জন যশোর জেনারেল হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছে। বুধবার (২ মার্চ) সকাল ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের গাবতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- ঢাকা মিরপুর এলাকার জুয়েল হোসেন (৩৬), একই এলাকার রাশেদ আলী (৩৬), জায়মা বেগম (৫৫), তার মা রহিমা বেগম, খুলনা ডুমুরিয়া এলাকার আল আমিন (২৮) , সাতক্ষীরা জেলার শ্যামনগর সাতক্ষীরা রেজাউল ইসলাম (৫৫), মাইন (১৪ মাস), যশোর কেশবপুরে সিয়াজিম হোসেন((২২) আব্দুল গফ্ফার (৪০) ইমদাদুল ইসলাম (২২), হামিদ আলী (৪৩), রবিউল ইসলাম (৪২), জুয়েল মৃধা (২৭), ঢাকা রাজারবাগ এলাকার রুপা সুলতানা, ককি (৯) ও জাহাঙ্গীর আলম।
বাসের যাত্রী রাশেদ আলী জানান, রাতে ঢাকা থেকে মামুন পরিবহনের একটি বাসে করে সাতক্ষীরা যাচ্ছিলেন। সকাল ৭টার দিকে মাগুরার আড়পাড়া ব্রিজ পার হয়ে মাইল খানিক পর গাবতলা নাম স্থানে বাসটি পৌছায়। এসময় বিপরীতমুখী যশোর থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে পড়ে। ফলে বাসের যাত্রী থাকা ৩০ জনের মতো আহত হয়। আহতদের অনেককে যশোর জেনারেল হাসপাতালে ও বাকীদের বিভিন্ন জায়গায় চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জররি বিভাগের ডাক্তার আহম্মেদ শামস জানান, আজ সকালে সড়ক দূর্ঘটনায় ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho