
ঢাকা ব্যুরো।। শিক্ষাবিষয়ক বিভিন্ন এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার সকালে রাজধানী গুলশানের এক বেসরকারি হোটেলে ‘স্টাডি ইন ইন্ডিয়া এডুকেশন ফেয়ার-২০২২’—এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
দীপু মনি বলেন, ‘শিক্ষার্থীরা বাইরে কোথায়ও পড়তে গেলে সেখানে অনেক কিছু তারা বুঝতে পারে যা বেড়াতে গিয়ে বোঝা যায় না। আমরা চাই বিদেশি শিক্ষার্থীরাও আমাদের দেশে পড়তে আসুক। আবার ভালো সুযোগ নিয়ে আমাদের শিক্ষার্থীরাও বিদেশে পড়তে যাক। আমি আশা করি বাংলাদেশ ও ভারতের শিক্ষার্থীদের এক্সচেঞ্জ প্রোগ্রামের মাধ্যমে আমাদের এই দুই দেশের বন্ধন আরও সুদৃঢ় হবে। আমরা সবাই আমাদের দেশকে ভালোবাসি। একই সঙ্গে আমরা দক্ষিণ এশিয়ার নাগরিক এবং দক্ষিণ এশিয়ার যে সংস্কৃতি তাকেও আমরা ভালোবাসি।’
শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ায় দারিদ্র্যসহ যেসব কমন সমস্যা আছে আপনারাই সেগুলোকে মোকাবিলা করবেন। আমরা সবাই এসব সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করব। আপনাদের সবার মধ্যে বন্ধুত্ব তৈরিতে এই স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন ভালোই কাজে দেবে। আমরা সবাই একসঙ্গে উন্নত দক্ষিণ এশিয়ার জন্য কাজ করব।
অনুষ্ঠানে ঢাকায় ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারত ও বাংলাদেশের শিক্ষার্থীদের একে অন্যের দেশে পড়াশোনা করার বিষয়টি এক ধরনের বিনিয়োগও বটে যা দুই দেশের সুন্দর সম্পর্ক বৃদ্ধির একটা বড় মাধ্যম। বাংলাদেশ ও ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে নতুন নতুন ব্যবসা, স্টার্টআপ এবং বাণিজ্য ইত্যাদি বিষয়গুলো আরও বাড়বে। এছাড়া স্টাডি ইন ইন্ডিয়া ক্যাম্পেইন আমাদের দুই দেশের পরবর্তী প্রজন্মের পরস্পরের মাঝে যোগাযোগ বাড়ানো এবং তাদের নিজেদের উপকৃত হওয়ার বড় একটা সুযোগ।’
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho