প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৫, ৮:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২২, ৭:৪৪ পি.এম
সীতাকুণ্ডে চাঁদার টাকা না পেয়ে মাদ্রাসায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বুধবার (২ মার্চ ) সকালে সন্ত্রাসীরা সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের মুজিবনগর জামেউসসুন্না এতিমখান ও হেফজখানা মাদ্রাসায় সন্ত্রাসীরা হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। সন্ত্রাসীদের হামলায় মাদ্রাসার, শিক্ষক ও ছাত্র-সহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়। মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহ জানান, দীর্ঘদিন ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল,পারভেজ,কামাল,রাজু,সেকান্তরসহ ৩০-২৫জনের গ্রুপ সর্ব সাং নুরআহাম্মদচৌধুরীবাড়ি,বাংলাবাজর,ফোজদারহাট,সীতাকুন্ড,চট্টগ্রাম। মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রফিক উল্ল্যাহ হামিদী সাহেবর কাছে একলাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। কিছুদিন আগেও চাঁদার জন্য হামলা করে ওই সন্ত্রাসীরা।

দাবিকৃত বাকি টাকা আদায়ের জন্য বুধবার সকালে সন্ত্রাসীরা মাদ্রাসায় এসে চাঁদার উপর চাপ প্রয়োগ করেন। এসময় পরিচালক মাওলানা রফিক উল্ল্যাহ্ হামিদী টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রীরা দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে মাদ্রাসায় হামলা চালায়। হামলায় মাদ্রাসার শিক্ষকসহ কয়েকজন ছাত্র আহত হয়। হামলাকারীরা ভাংচুর করে এবং নগদ টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।মাদ্রাসা প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রফিক উল্ল্যাহ্ হামিদী বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho