
যশোর শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া সেই নবজাতককে মাগুরার শালিখা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে জিজ্ঞাসাবাদ করছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
নবজাতক উদ্ধারের ঘটনায় নিশ্চিত করে যশোর উপশহর ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ এজাজ জানান, যশোর শিশু হাসপাতাল থেকে নবজাতক চুরির ঘটনায় রবিবার থেকে পুলিশ অভিযান শুরু করে। আজ সোমবার সকালে শালিখার শতখালীতে অভিযান চালানো হয়। দুপুর ১২টার পর ওই নবজাতককে ফেলে এক নারী পালিয়ে যায়। এসময় এক নারীকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি হলেন, শতখালী এলাকার আলম শেখের স্ত্রী আকলিমা খাতুন।
জিজ্ঞাসাবাদে আকলিমা পুলিশকে জানিয়েছে, এক নারী ওই নবজাতকে তার কাছে দিয়ে দোকানে গরম পানি আনতে গেছেন। আর ফিরে না আসায় তিনি নবজাতককে নিয়ে বসে আছেন। শিশুটিকে পুনরায় শিশু হাসপাতালে তার অভিভাবকের কাছে হস্তান্তর করে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে জানিয়ে মোহাম্মদ এজাজা জানান, শিশুটিকে চুরির সাথে জড়িত নারীকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
রবিবার দুপুরে যশোর শিশু হাসপাতাল থেকে ছয়দিনের নবজাতকটি চুরি হয়ে যায়। এ ঘটনায় তার পিতা মেহেদি হাসান কোতয়ালি থানায় মামলা করেন। রবিবার থেকে এ ঘটনায় পুলিশ অভিযান শুরু করে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho