
পাবনা জেলার বেড়া উপজেলায় স্কুল থেকে ফেরার পথে ফুটবল ভেবে বোমায় লাথি মারায় বিস্ফোরণে ভাইবোন আহত হয়েছে। সোমবার (৭মার্চ) দুপুরের দিকে ঐ উপজেলার চড়কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মন্দিরা ও তার ভাই অভি। তারা ঐ উপজেলার নাটিয়াবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, আজ দুপুরে স্কুল থেকে ফেরার পথে উপজেলার নাটিয়াবাড়ি একটি বাড়ির সীমানাপ্রাচীরের পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে মন্দিরা ও তার ভাই গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়ে। আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বোমার আঘাতে অভির দুই পা ও উরুর একটি অংশ মারাত্মক জখম হয় এবং মন্দিরা উরুতে জখমের সৃষ্টি হয়। বর্তমানে মন্দিরা ঝুঁকিমুক্ত থাকলেও অতিরিক্ত রক্তক্ষরণে ঝুঁকিতে আছে তার ভাই।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, রাস্তার পাশে একটি বাড়ির দেয়ালের পাশে বিস্ফোরিত বস্তুটি রাখা ছিল। স্কুল থেকে ফেরার পথে ফুটবল ভেবে ওই বস্তুতে লাথি দিলে সেটি বিস্ফোরিত হয়। এ ঘটনার তদন্ত চলছে বলে তিনি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho