প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২২, ৫:৩১ পি.এম
পাটগ্রামে টোল মুল্য গোপন করে হাট ইজারার অভিযোগ

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ হাট ও বাজার ইজারা প্রদানে অনিয়মের অভিযোগ উঠেছে। বর্তমান ইজারাদার আলী আহমেদ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। ওই অভিযোগের আলোকে কাল বুধবার সড়ে জমিন তদন্ত করবেন স্থানীয় সরকার, লালমনিরহাটের উপ-পরিচালক রফিকুল ইসলাম।
প্রাপ্ত অভিযোগে প্রকাশ, লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ হাট ও বাজার ১৪২৯ বাংলা সনে ইজারা দেয়ার জন্য দরপত্র আহবান করা হয়। গরু প্রতি ৬ শত টাকা ও ছাগল প্রতি ১ শত টাকা টোলে লোকসান হওয়ার সম্ভাবনায় বর্তমান ইজারাদারসহ অনেকেই দরপত্রে অংশ গ্রহন করেন নাই। একমাত্র বিশ্বজিং কুমার হিসাবিয়া আলো বাবু নামে এক ব্যক্তি ৩ কোটি ৪০ লক্ষ টাকায় দরপত্রে অংশ গ্রহন করে উক্ত হাট-বাজারের ইজারা গ্রহন করেন। পরবর্তীতে জানা যায়, অতি গোপনে গরু প্রতি ৬ শত টাকা টোলের বিপরীতে ১ হাজার টাকা ও ছাগল প্রতি ১ শত টাকা টোলের বিপরীতে ৩ শত টাকা করা হয়েছে। পুরো বিষয়টি গোপন রেখে দরপত্র আহবান করায় বর্তমান ইজারাদারসহ অনেকেই উক্ত দরপত্রে অংশ গ্রহন করতে পারে নাই।
এ বিষয়ে প্রতিকার চেয়ে বর্তমান ইজারাদার আলী আহমেদ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন। ওই অভিযোগের ভিত্তিতে কাল বুধবার সড়ে জমিন তদন্ত করবেন স্থানীয় সরকার, লালমনিরহাটের উপ-পরিচালক রফিকুল ইসলাম।
এ বিষয়ে পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, বর্তমান ইজারাদার নতুন বছরের জন্য দরপত্র ক্রয় করে নাই। তাহলে তিনি কি ভাবে জানবেন টোল বৃদ্ধি করা হয়েছে ?
লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ হাট ও বাজার ইজারা প্রদানে অনিয়মের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho