
পঞ্চগড়ে গম ক্ষেত থেকে করিমা খাতুন (৩৫) নামে এক পাথর শ্রমিকের লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। বুধবার (৯ মার্চ) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ১নং অমরখানা ইউনিয়নের গোলাবাড়ি এলাকার একটি গম ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সুত্রে জানা যায়,নিহত করিমা খাতুন অমরখানা এলাকার সোলেমান আলীর স্বামী পরিত্যক্ত মেয়ে। তার দুই ছেলে এক মেয়েও রয়েছে। করিমা
খাতুনের বড় বোন সালমা খাতুন জানান, প্রতিদিনের মতো গতকালকেও ভজনপুরে পাথরের কাজ করতে যান, কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফিরেননি তিনি। রাতে তার পরিবারের লোকজন তাকে অনেক খোজাখুজি করে পাননি করিমা খাতুনকে।

স্থানীয়রা জানায়, বুধবার সকাল আনুমানিক ১০টায় স্থানীয় বাসিন্দা মোঃ রশিদের স্ত্রী পেঁয়াজের ঢেপ আনতে গিয়ে গম ক্ষেতে লাশ দেখতে পান। পরে লোকজনকে খবর দেয়।পরবর্তিতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। লাশের পাশে পড়েছিল তার খরচের ব্যাগে ফুলকপি ও শিম।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho