
চীনের কাছ থেকে রাশিয়া সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে বলে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস (এফটি) ও মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ কথা বলা হয়।এফটি’র খবরে বলা হয়, ইউক্রেনে ব্যবহারের জন্য বেইজিংয়ের কাছে সামরিক রসদ চেয়েছে মস্কো।
নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এফটি জানিয়েছে, ইউক্রেনে হামলা শুরুর পর থেকেই চীনের কাছে রাশিয়া সরঞ্জাম চেয়ে অনুরোধ করে আসছে। কর্মকর্তারা রাশিয়া কি ধরনের সরঞ্জাম চাইছে তা উল্লেখ করতে অস্বীকার করেন।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, চীন সাহায্য করার জন্য প্রস্তুত হতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে।
নিউইয়র্ক টাইমসের একটি আলাদা প্রতিবেদনেও মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, রাশিয়া নিজের উপর নিষেধাজ্ঞার প্রভাব প্রশমিত করতে অর্থনৈতিক সহায়তাও চাইছে।
এখন পর্যন্ত রাশিয়া-ইউক্রেন সংঘাতে চীন নিজেকে নিরপেক্ষ হিসাবে তুলে ধরেছে এবং দেশটিতে রুশ আক্রমণের নিন্দা করেনি। আজ সোমবার (১৪ মার্চ) মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান রোমে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সাথে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
এর আগে গতকাল রবিবার (১৩ মার্চ) মার্কিন সংবাদ মাধ্যম এনবিসিকে সুলিভান বলেছিলেন, চীন বা অন্য কোনো দেশ যাতে রাশিয়াকে তার অর্থনৈতিক ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে না পারে তা নিশ্চিত করবে যুক্তরাষ্ট্র।
চীনের কাছে সামরিক সাহায্য চেয়েছে রাশিয়া- সংবাদমাধ্যমের এমন প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে ওয়াশিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র বলেন, ইউক্রেনের যুদ্ধ যাতে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিত করতে চায় বেইজিং।
দূতাবাসের মুখপাত্র লিউ পেঙ্গ্যু বলেছেন, ইউক্রেনের পরিস্থিতি সত্যিই উদ্বেগজনক। এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো সংঘাতময় পরিস্থিতি যাতে না বাড়ে বা নিয়ন্ত্রণের বাইরে চলে না যায় তা নিশ্চিত করা।
এর আগে গতকাল ফিন্যান্সিয়াল টাইমস ও অন্য আরো কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন যে, রাশিয়া যুদ্ধে সহায়তার জন্য চীনের সামরিক সাহায্য চাওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহায়তাও চেয়ে পাঠিয়েছে। এসব প্রতিবেদন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ওই মুখপাত্র বলেন, তিনি এরকম কিছু তিনি শোনেননি।
মার্কিন কর্মকর্তারা হুঁশিয়ারি দিয়েছে, চীন যদি রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সহায়তা করার পদক্ষেপ নেয় তবে তার পরিণতি ভোগ করতে হবে। এসব নিষেধাজ্ঞা থেকে বাঁচতে কোনো দেশ থেকে বা পৃথিবীর কোনো জায়গা থেকে রাশিয়াকে কোনো লাইফলাইন পেতে দেওয়া হবে না।
সুত্র-বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho