
যশোরে ১২ হাজার লিটার পাম অয়েল মজুদের দায়ে জয়দেব মন্ডল নামে খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরের এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন যশোর শহরতলীর শেখহাটি জামরুল তলায় রাজু এন্টারপ্রাইজ নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি পুলিশ সদস্যদের নিয়ে শহরতলীর শেখহাটি জামরুলতলায় রাজু এন্টারপ্রাইজে অভিযান চালান। এসময় সেখানে ৬০টি ব্যারেলে ১২ হাজার লিটার পামঅয়েল মজুদ পাওয়া যায়।
এসময় প্রতিষ্ঠানের কর্মচারীরা জানান, চুকনগর এলাকার ব্যবসায়ী জয়দেব মন্ডল ঢাকা থেকে তেল কিনে এখানে মজুদ করেছেন। এরপর তেলের মালিককে ডেকে আনা হয়। তিনি চুকনগরে বিক্রির উদ্দেশ্যে আনা তেল যশোরের মজুদের কথা স্বীকার করেন।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত গঠন করে জয়দেবকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড, অনাদায়ে এক লাখ টাকা জরিমানার আদেশ দেন। এসময় দণ্ডিত জয়দেব মন্ডল এক লাখ টাকা জরিমানা দিয়ে জেলের সাজার হাত থেকে রক্ষা পান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho