প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৬, ১০:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২২, ১০:০৭ পি.এম
শ্রীনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ দিবস পালিত

মুন্সীগঞ্জ শ্রীনগর হাঁসাড়া ইউনিয়নে ২০২১-২০২২ অর্থ বছরে পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত টমেটো প্রদর্শনীর মাধ্যমে মাঠ দিবস অনুষ্ঠীত হয়েছে।
বুধবার (১৭মার্চ) বিকাল ৩টার সময় "কৃষিই সমৃদ্ধি"এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার হাঁসাড়া ইউনিয়ন লস্করপুর প্রাইমারি স্কুল সংলগ্ন মাঠে কৃষি অধিদপ্তরের সহযোগিতায় উক্ত মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার শান্তনা রাণী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার প্রনব কুমার ঘোষ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাঁসাড়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মোঃ সোলায়মান খান, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মুর্শিদা ফেরদৌস আরা জাহান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আমান উল্লাহ আমান। উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সকল কর্মকর্তা বৃন্দ মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। হাঁসাড়া ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ প্রায় দুই শতাধিক নারী পুরুষ এ মাঠ দিবস অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho