বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সেন্টমার্টিনে এক লাখ ২৬ হাজার ইয়াবা জব্দ, আটক ৫

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ২৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৬ মার্চ) ভোরের দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা জব্দ ও পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মহিদুল ইসলাম, সালেহ আহমেদের ছেলে আবুল হোসেন, নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজলে করিম ও ইয়াকুব আলীর ছেলে মনসুর আলী।

কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক পাঁচ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেন।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হন।পরে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভেতর লুকিয়ে রাখা এক লাখ ২৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।

বার্তা/এন

সেন্টমার্টিনে এক লাখ ২৬ হাজার ইয়াবা জব্দ, আটক ৫

প্রকাশের সময় : ১০:১৮:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ২৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও পাঁচজনকে আটক করেছে কোস্টগার্ড।

বুধবার (১৬ মার্চ) ভোরের দিকে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা জব্দ ও পাচারকারীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন-চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাসিন্দা আব্দুল মোতালেবের ছেলে মহিদুল ইসলাম, সালেহ আহমেদের ছেলে আবুল হোসেন, নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম, আবু তাহেরের ছেলে মোহাম্মদ ফজলে করিম ও ইয়াকুব আলীর ছেলে মনসুর আলী।

কোস্টগার্ড টেকনাফের স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা জানান, সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে আনুমানিক পাঁচ নটিক্যাল মাইল দূরে মিয়ানমার থেকে বাংলাদেশ সীমানায় অবৈধভাবে একটি কাঠের নৌকাকে প্রবেশ করতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার সংকেত দেন।

কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে নৌকাটি না থেমে দ্রুত মিয়ানমার সীমানায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে নৌকাসহ পাঁচজনকে আটক করতে সক্ষম হন।পরে নৌকাটি তল্লাশি করে পানির ড্রামের ভেতর লুকিয়ে রাখা এক লাখ ২৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশা।

বার্তা/এন