
যশোরের চৌগাছা উপজেলায় শত্রুতার জের ধরে এক কৃষকের ক্ষেতের তিন শতাধিক পেয়ারা ও মাল্টা গাছ কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা।
উপজেলার ধুলিয়ানি ইউনিয়নের শাহজাদপুর গ্রামের কৃষক আবদুল খালেকের ক্ষেতে এ ঘটনা ঘটে।এতে ওই চাষির খরচের হিসাবেই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী চাষি আব্দুল খালেক জানান, মঙ্গলবার (১৫ মার্চ) সকালে ক্ষেত পরিচর্যার কাজে গিয়ে দেখি আমার বাগানের ৪টি সারির প্রায় ৩০০ গাছ সব কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
আমার জানামতে কোন শত্রু নেই। হয়তো কেউ মনে মনে শত্রুতা করতে পারে।
অভাব-অনটনের সংসারে অনেক কষ্ট করে প্রায় ৪ বিঘা জমিতে পেয়ারা ও মাল্টা চাষ করেছি। এখন পর্যন্ত মোট জমিতে ৫ লাখ টাকার ওপরে ব্যয় হয়েছে। তিন মাস ধরে পেয়ারা বিক্রি করছেন। প্রায় ৫০ হাজার টাকার পেয়ারা বিক্রি হয়েছে। এখন প্রতিটি গাছ ফুল আর ফলে ভরা। সোমবার দিনগত রাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা চার বিঘার অন্তত ১৩ কাটা জমির প্রায় ৩শ শতাধিক পেয়ারা ও মাল্টা গাছ কেটে সাবাড় করেছে।
তিনি আরও জানান, পেয়ারাগাছ একবার লাগালে চার বছর পেয়ারা বিক্রি করা যায়। সে হিসাবে আমার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho