প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২২, ১১:৪৬ পি.এম
শার্শায় দুই মণ মরা গরুর মাংস জব্দ, কসাইকে জরিমানা

যশোরের শার্শায় দুই মণ মরা গরুর মাংসসহ কসাই ও তার সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় ১৫ হাজার টাকা জরিমানা করেছে বাজার কমিটি।
বুধবার (১৬ মার্চ) সকালের দিকে শার্শা উপজেলার নিজামপুর বাজারে এ ঘটনা ঘটে।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন সুবর্ণখালী গ্রামের কসাই আলী ফকির (৪৩) ও তার সহযোগী ছোট নিজামপুর গ্রামের শুকুর আলী (৪৮)।
স্থানীয়রা জানান, উপজেলার নিজামপুর ইউনিয়নের গোড়পাড়া কলোনিপাড়া এলাকার মাংস বিক্রেতা ইদ্রিস আলী। তিনি সকাল ৭টার দিকে একটি মরা গরু জবাই করে তার মাংস নিজামপুর বাজারের কসাই আলী ফকিরের কাছে পাইকারি বিক্রি করেন। পরে ওই মাংস কেনার সময় তা দুর্গন্ধযুক্ত ও দেখতে বিকৃত হওয়ায় ক্রেতাদের সন্দেহ হয়। পরে স্থানীয় লোকজন বিষয়টি বাজার কমিটি ও ইউপি মেম্বারসহ কয়েকজনকে জানান।
স্থানীয় ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, সকালে কসাই আলী ফকিরের কাছে মাংস কিনতে গিয়ে দেখি পচা। সঙ্গে সঙ্গে দুই মণ মাংসসহ তাদের আটক করা হয়। পরে বাজার কমিটি ১৫ হাজার টাকা জরিমানা করে। মাংসগুলো ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
বিষয়টি স্বীকার করে কসাই আলী ফকির জানান, তিনি গোড়পাড়ার কসাই ইদ্রিস আলীর কাছ থেকে ওই মাংস কিনেছিলেন।
এব্যাপারে নিজামপুর বাজার কমিটির সভাপতি শাহাজান তরফদার বলেন, আলী কসাই বাইরে থেকে মাংস এনে বাজারে বিক্রি করেন। তিনি প্রায়ই এ ধরনের পচা মাংস বিক্রি করে আসছেন। আজ সকালে মরা গরুর মাংস বিক্রিকালে জনতার হাতে তিনি আটক হন। পরে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে।
গোড়পাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকরাম হোসেন জানান, বিষয়টি শুনেছিলাম। এটি দেখভাল করাটা মূলত ইউএনও স্যারদের কাজ। আমার কাজ নয়। এজন্য আমি সেখানে যাইনি।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা বলেন, আমাকে এ বিষয়ে কেউ জানায়নি। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho