প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৭, ২০২২, ৮:১২ পি.এম
শরণখোলায় বাকি না দেয়ায় মাছ ব্যবসায়ীকে পিটিয়ে জখম

বাগেরহাটের শরণখোলায় রাজাপুর বাজারে বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বাকিতে মাছ বিক্রি না করায় মাছ বিক্রেতাকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত মাছ বিক্রেতা হাবিব সিকদার (৫০) কে চিকিৎসার জন্য উপজেলা স্ব্স্থ্যা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শরণখোলা হাসপাতালে চিকিৎসাধীন হাবিব সিকদার সাংবাদিকদের বলেন, তিনি একজন মাছ বিক্রেতা। প্রতিদিনের মত বৃহস্পতিবার সকালে রাজাপুর বাজারে মাছ বিক্রি করতে যাই। পশ্চিম রাজাপুর গ্রামের হালিম বারইর পুত্র মিলন বারই আমার কাছে বাকিতে মাছ নিতে চান আমি বাকিতে দিতে অপারগতা প্রকাশ করলে মিলন আমার সাথে তর্ক বাধিয়ে এক পর্যায়ে আমাকে কিল ঘুষি দিয়ে পাশ থেকে লোহার রড এনে আমাকে বেদম পিটায় সেসময় মিলনের সহযোগী চুন্নু মুন্সি, সাগর ডিলার ও কামাল মুন্সি মিলনের পক্ষ নিয়ে আমাকে মারধর করে আমার পকেটে থাকা মাছ বিক্রির নগদ টাকা তারা ছিনিয়ে নেয় বলে আহত মাছ বিক্রেতা বলেন। হাবিবের ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। আহত হাবিব উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মোহাম্মদ সিকদারের পুত্র।
শরণখোলা থানা অফিসার ইনচার্জ মোঃ সাইদুর রহমান জানান, মাছ বিক্রেতাকে মারপিটের কোন খবর তার জানা নেই কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho