
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাতে পুতিন এরদোয়ানকে ফোন করেন।
ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য সুনির্দিষ্ট কিছু দাবির কথা এরদোয়ানকে জানান পুতিন।
তাদের দুজনের ফোনালাপে কী কী বিষয় উঠে এসেছে, তা প্রকাশিত হয়েছে ডেইলি সাবাহর প্রতিবেদনে।
তাছাড়া পুতিনের সঙ্গে এরদোয়ানের ফোনালাপ যে অল্প কয়েকজন শুনেছেন, তাদের মধ্যে একজন হলেন এরদোয়ানের প্রধান উপদেষ্টা ও মুখপাত্র ইব্রাহিম কালিন।ফোনালাপের আধা ঘণ্টার মধ্যে বিবিসির আন্তর্জাতিক–বিষয়ক সম্পাদক জন সিম্পসন কালিনের সঙ্গে কথা বলেছেন।
তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানায়, ফোনে আঙ্কারা কিংবা ইস্তাম্বুলে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আলোচনায় বসার কথা পুনর্ব্যক্ত করেন এরদোয়ান।ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি এবং মানবিক অবস্থা নিয়ে কথা বলেন দুই প্রেসিডেন্টই।তিনি বলেন, তুরস্ক দুদেশের চলমান সংঘাত বন্ধের পথ খুঁজতে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
স্থায়ী যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করবে বলে এরদোয়ানকে পুতিন বলেন। তিনি আশা প্রকাশ করেন, ইউক্রেনীয় ও রুশ কর্মকর্তাদের মধ্যে আলোচনা ফল বয়ে আনবে।
এরদোয়ান বলেন, ইউক্রেনের মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করা দরকার। একই সঙ্গে মানবিক করিডোরগুলো কার্যকরভাবে পরিচালনা করার আহ্বান জানান এরদোয়ান।
এর আগে বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেন এরদোয়ান। এতে তিনি বলেন, যুদ্ধ কারও জন্যই মঙ্গল বয়ে আনে না।
তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, দুই পক্ষকে বৈঠকে বসাতে প্রচেষ্টা অব্যাহত রাখবে আঙ্কারা।
উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।
এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।
সূত্র : বিবিসি
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho