প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৩:০১ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৮, ২০২২, ৫:৫৫ পি.এম
তথ্যমন্ত্রী’র চাচার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাংসদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি'র চাচা রাঙ্গুনিয়া উপজেলার ১০ নং পদুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কবির তালুকদার বৃহস্পতিবার দিনগত রাত ২ টা ২০ মিনিটে নিজ বাসভবনে মৃত্যু বরণ করেন। (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন, সহকর্মী, গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে মুক্তিযোদ্ধা গোলাম কবির তালুকদারের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার (১৮ মার্চ) আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া সাক্ষরিত এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক গোলাম কবির তালুকদারের
মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ একজন ত্যাগী, একনিষ্ঠ ও জনবান্ধব রাজনৈতিক নেতাকে হারালো।
এদিকে একই শোকবার্তায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও বীর মুক্তিযোদ্ধা গোলাম কবির তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ শুক্রবার বাদে আসর পদুয়াস্থ সুখবিলাস উচ্চ বিদ্যালয় মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা হবে বলে জানা যায়।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho