প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৭:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২২, ১১:২৯ পি.এম
সফল নারী উদ্যােক্তা সেতুকে প্রেসক্লাব বেনাপোলের সংবর্ধনা

যশোরের বেনাপোলে উদীয়মান সফল নারী উদ্যােক্তা সাহিদা রহমান সেতুকে কলকাতায় গ্লোবাল ফেইম অ্যাওয়ার্ড মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২২ এ ভূষিত হওয়ায় আজ শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় হোটেল সানরুপ ইন্টারন্যাশনালে প্রেসক্লাব বেনাপোলের উদ্যােগে সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রেসক্লাব বেনাপোলের সভাপতি আলহাজ্ব মহসিন মিলনের সভাপতিত্বে ও প্রেসক্লাব বেনাপোলের সহ-সভাপতি আলহাজ্ব বকুল মাহবুব এর সঞ্চালোনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোলের বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ্ব শামসুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব বেনাপোলের সাধারন সম্পাদক রাশেদুর রহমান রাশু, দৈনিক ইত্তেফাকের কাজী শাহজাহান সবুজ, বেনাপোল টিভি জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান, বার্তাকণ্ঠ পত্রিকার যুগ্ম-সম্পাদক আলহাজ্ব আব্দুল লতিফ, বার্তাকণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক সাজ্জাদুল ইসলাম সৌরভ, বেনাপোল রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফারুক হাসান,সাংবাদিক এম,এ রহিম, এস এ টিভির নাসির উদ্দিন, মশিয়ার রহমান, সিনিয়র সাংবাদিক দেবুল কুমার, এশিয়ান টিভির মিলন হোসেন খান, জিএম আশরাফ, সিনিয়র সাংবাদিক শিশির কুমার,বেনাপোল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারন সম্পাদক ও সাম্প্রতিক দেশকাল পত্রিকার বেনাপোল প্রতিনিধি নজরুল ইসলাম, চ্যানেল এস এর সাংবাদিক ইসমাইল হোসেন, আনন্দ টেলিভিশনের শার্শা প্রতিনিধি হাবিবুর রহমান নাসির,বার্তাকণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার রায়হান সোবহান ও দৈনিক কলম কথা পত্রিকার ঝিকরগাছা প্রতিনিধি আবু রায়হান জিকো প্রমূখ।
নারী উদ্যোক্তা হিসেবে অসামান্য ভূমিকার জন্য সম্প্রতি কলকাতায় তাকে এই পুরস্কার দেওয়া হয়। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি বলিউড তারকা বিপাশা বসু তার হাতে পুরস্কার তুলে দেন। ভি কানেক্ট স্টারের আয়োজনে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে পুরস্কার প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুভূতি ব্যক্ত করে সাহিদা রহমান সেতু বলেন, উক্ত অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশের সীমান্ত শহর বেনাপোলের একজন নারী হিসেবে বিদেশের মাটিতে এমন পুরস্কার অর্জনে আমি সত্যিই আনন্দিত এবং গর্বিত।তিনি অনুষ্ঠান আয়োজকদেরও ধন্যবাদ জানান।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho