প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৫:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২২, ৬:১০ পি.এম
হাতীবান্ধায় টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন

“বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ,এখনো এদেশে ২২ লক্ষ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে।”রোববার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়ন পরিষদ মাঠে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সাবেক প্রতিমন্ত্রী ও লালমনিরহাট ০১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এম পি ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার সামিউল আমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু,প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা মাইদুল ইসলাম শাহ্, সিঙ্গিমারি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মজিবর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাফিজুল্লাহ তাইফুন, টিসিবির ডিলার শামীম খান উপস্থিত ছিলেন। ইউএনও সামিউল আমিন এ প্রসঙ্গে বলেন,বাণিজ্য মন্ত্রণালয়ের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)এর আওতায় রমজান মাসে পণ্য সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকার ভুর্তকি মূল্যে অতিদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে।
এরই আলোকে আজকে ৩ স্থানে ১৯২৩ জনের মধ্যে ও হাতীবান্ধা উপজেলায় মোট ১৮,০৮৬ জনের মাঝে এ টিসিবির পণ্য ভূর্তকি মূল্যে বিতরণ করা হবে। এ সময় ৪৬৫ টাকার মধ্যে ২ লিটার করে তেল, চিনি ও ডাল নিম্ন আয়ের মানুষের মাঝে বিক্রয় করা হয়েছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho