Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২১ মার্চ ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন সোনম কাপুর

বিনোদন ডেস্ক
মার্চ ২১, ২০২২ ২:২১ অপরাহ্ণ
Link Copied!

সোনম কাপুর কি মা হতে চলেছেন?’ সাত মাস আগে এই গুঞ্জনের মুখ বন্ধ করেছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুরের বড় মেয়ে। এবার সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে। সুখবর দিলেন সোনম নিজেই।

সাথে নিজের সাম্প্রতিক কয়েকটি ছবিও পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।

ছবিতে দেখা যাচ্ছে, স্বামী আনন্দ আহুজার কোলে শুয়ে রয়েছেন অন্তঃসত্ত্বা সোনম। কালো পোশাক পরে রয়েছেন তিনি। তার শরীরে মাতৃত্বের চিহ্ন স্পষ্ট।

ছবির সঙ্গে আগত সন্তানকে উদ্দেশ করে লি‌খেছেন, ‘চারটি হাত। তোমাকে যত্নে বড় করে তোলার জন্য। দু’টি হৃদয়। তোমার সাথে এক তালে হৃদ্‌কম্পন চলবে। একটি পরিবার। তোমাকে ভালবাসবে এবং পাশে থাকবে সব সময়ে। তোমার জন্য অপেক্ষা করে রয়েছি।

সোনমের বোন রিয়া কাপুরের বিয়ে হয়েছে গত আগস্ট মাসে। সেই অনুষ্ঠানের ছবিতে সোনমের পোশাক পরার কায়দা দেখে অনুরাগীদের মনে প্রশ্ন জেগেছিল, সোনম অন্তঃসত্ত্বা কি? অনিলকন্যার পরনে ছিল কালো রঙের ঢিলেঢালা পোশাক। সেই ছবিতে তার পেটের অংশ খানিক উঁচু লাগছিল বলে দাবি জানিয়েছিলেন ভক্তরা।

অন্য একাধিক ছবিতে তার পেট স্পষ্ট করে দেখা যাচ্ছে না বলে অনুরাগীদের মনে সন্দেহের উদ্রেক হয়েছিল। কিন্তু সেই গুঞ্জনকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছিলেন সোনম নিজেই।

তার দিনকয়েক পর একটি ছবি পোস্ট করে সবার মুখ বন্ধ করেছিলেন সোনম। ছবিতে দেখা গিয়েছিল, সোনম গ্লাসে চুমুক দিচ্ছেন। ছবির উপর লেখা, ‘ঋতুচক্রের প্রথম দিন, তাই আদা চা আর গরম জলের ব্যাগ।’ লেখার পাশে এক বিন্দু রক্তের চিহ্ন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।