Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১সোমবার , ২১ মার্চ ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

শরণখোলায় আন্তর্জাতিক বন দিবস পালিত

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
মার্চ ২১, ২০২২ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

শরণখোলায় সোমবার ( ২১ মার্চ) সকালে আন্তর্জাতিক বন দিবস-২০২২ পালিত হয়েছে। এউপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শরণখোলা সহ ব্যবস্থাপনা সংগঠনের সহসভাপতি আঃ ওয়াদুদ আকন। সহ ব্যবস্থাপনা সংগঠন এসএমপি প্রকল্প-২এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শরণখোলা সিএমসি সভাপতি আসাদুজ্জামান মিলন, শরণখোলা ষ্টেশন অফিসার ফরেষ্টার আসাদুজ্জামান, বগী ফরেষ্ট ষ্টেশন অফিসার সাদিক মাহমুদ, শরণখোলা সিএমসি কোষাধ্যক্ষ ফরিদ খান মিন্টু, সমাজ সেবক ওহিদুজ্জামান বাচ্চু এবং এসএমপি প্রকল্প কর্মকর্তা আরিফুর রহমান প্রমূখ। এর আগে সুন্দরবন সংলগ্ন শরণখোলা বাজারে এক রেলী বের করা হয়।

 

বার্তা/এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।