দিন দিন পরিবেশ বিপর্যয় যেভাবে বাড়ছে, মানুষের সচেতনতা ছাড়া বিকল্প কিছু নাই। আপনার আমার সন্তানের ভবিষ্যত আমাদেরই নিশ্চিত করতে হবে। গতকাল রবিবার গ্রীন ইনভায়রনমেন্ট মুভমেন্টের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সভাপতি বক্তব্যে এ কথা বলেন।
জানা যায়, কেক কাটার মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এসময় সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন মাহী বলেন, ‘মানুষের চাহিদার যোগান দিতে আজ পরিবেশ বিপর্যয় হচ্ছে। আর তার দায় থেকে আমাদের কাজ করে যাওয়া। প্রাকৃতিক পরিবেশ রক্ষা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।’
অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
গ্রীন ইনভায়রনমেন্ট মুভমেন্ট বাংলাদেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠন যা ২০১৮ সালের ২০ মার্চ প্রতিষ্ঠিত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছে সংগঠনটি।