প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৬, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২২, ১:৫৪ পি.এম
আজ যশোরে আসছেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ

আজ মঙ্গলবার (২২ মার্চ) যশোরে আসছেন পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। দুইদিনের সফরে তার সঙ্গী থাকছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী জীশান মির্জা।
জেলা পুলিশ অফিস সূত্রে জানাগেছে, আজ মঙ্গলবার জেলা পুলিশ লাইনে অনুষ্ঠিত বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ড. বেনজীন আহমেদ। এ সময় উপস্থিত থাকবেন খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক ড. খন্দকার মহিদ উদ্দিন। অনুষ্ঠানটি শুরু হবে বিকেল ৩ টায়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন।
এছাড়া বুধবার সকালে নবনির্মিত পুলিশ হাসপাতালের উদ্বোধন করা হবে। এর পর পুলিশ কল্যাণ সভায় যোগ দেবেন। এরপর একটি ড্রিলসেডের উদ্বোধন করবেন তিনি। এছাড়া একটি মাল্টিপারপাস বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর উদ্বোধনের কথা রয়েছে তার। বিকেলে চৌগাছায় পুলিশ অফিসার্স বিল্ডিং এর উদ্বোধন করবেন পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদ। তার আগমন উপলক্ষে ব্যস্ত সময় পার করছেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদারসহ পুলিশ কর্মকর্তারা। গাড়িখানা সড়কে পুলিশ অফিসার্স কোয়াটার্স সাজানো হয়েছে নানা সাজে। এখানে আইজিপি ও তার সহধর্মিনী রাত যাপন করবেন।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho