
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে প্রথমবার ম্যাচ জিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেঞ্চুরিয়ানে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় পেলেও জোহানেসবার্গে দ্বিতীয় ওয়ানডেতে হেরে সিরিজ এখন ১-১ সমতায়।
আজ বুধবার আবারও সেই সেঞ্চুরিয়ান, আবারও প্রত্যাশা জয়ের, সিরিজ জিতে নতুন ইতিহাস গড়ার। তবে সিরিজে জেতার আগে দুই টাইগার ক্রিকেটার তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সামনে অপেক্ষা করছে তিনটি অন্যরকম শতকের।
বাংলাদেশের হয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসান এখন পর্যন্ত ৯৯টি করে ক্যাচ নিয়েছেন। তামিম ইকবাল ৩৬২ ম্যাচে, সাকিব আল হাসান ৩৭৫ ম্যাচে নিয়েছেন সমান ৯৯টি করে ক্যাচ। তাই আজকের ম্যাচে দুজনে ১টি করে ক্যাচ নিলে হয়ে যাবে ক্যাচের সেঞ্চুরি।
এখন পর্যন্ত ১০০ ক্যাচ নেয়া বাংলাদেশের একমাত্র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ৩৭০ ম্যাচে নিয়েছেন ১৫২টি ক্যাচ নিয়েছেন মাহমুদউল্লাহ।
১০০ ক্যাচ পূর্ণের সুযোগ ছাড়াও তামিমের সামনে রয়েছে ওয়ানডেতে ১০০টি ছক্কা পূরণ করার সুযোগ। এই টাইগার ওপেনার গত ২২৪টি ওয়ানডেতে ৯৯ টি ছক্কা হাঁকিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho