শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

সন্তানের ব্যাপারে পিতা-মাতার আসল কাজ

আম্বিয়ায়ে কিরামের (আঃ) উল্লেখিত আমলের দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, পিতা-মাতার উপর ফরজ এবং সন্তানের অন্যতম হক হলো-সর্ব প্রথম তাদের জন্য প্রকৃত ও স্থায়ী দৌলত এবং আসল কল্যাণ ও কামিয়াবীর ফিকির ও ব্যবস্থা করা অর্থাৎ সন্তানদেরকে কুরআনে কারীম ও দীনে ইসলাম-এর জরুরী বিষয় সমূহ শিক্ষা দেয়া, যে মালিক সব ধরণের নেয়ামত দিয়ে রেখেছেন, তার যথার্থ বন্দেগী ও গোলামীর জন্য ইলমে দীন শিক্ষা দেয়া, যাতে করে দুনিয়া ও আখিরাতে তাঁর অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার তাদের জন্য জারী থাকে এবং আসল মালিকের গোলামী ও বন্দেগীর ইলম না থাকায় তাঁর নাফরমানীর দরুন তাদের নিয়ামত সমূহ থেকে বঞ্চিত হয়ে কঠোর শাস্তির উপযুক্ত হতে না হয়।
আল্লাহ পাক আমাদের সন্তানদের দীনের সঠিক জ্ঞান দান করেন।

সন্তানের ব্যাপারে পিতা-মাতার আসল কাজ

প্রকাশের সময় : ০২:৪২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২
আম্বিয়ায়ে কিরামের (আঃ) উল্লেখিত আমলের দ্বারা স্পষ্টভাবে বুঝা যায় যে, পিতা-মাতার উপর ফরজ এবং সন্তানের অন্যতম হক হলো-সর্ব প্রথম তাদের জন্য প্রকৃত ও স্থায়ী দৌলত এবং আসল কল্যাণ ও কামিয়াবীর ফিকির ও ব্যবস্থা করা অর্থাৎ সন্তানদেরকে কুরআনে কারীম ও দীনে ইসলাম-এর জরুরী বিষয় সমূহ শিক্ষা দেয়া, যে মালিক সব ধরণের নেয়ামত দিয়ে রেখেছেন, তার যথার্থ বন্দেগী ও গোলামীর জন্য ইলমে দীন শিক্ষা দেয়া, যাতে করে দুনিয়া ও আখিরাতে তাঁর অফুরন্ত নিয়ামতের ভাণ্ডার তাদের জন্য জারী থাকে এবং আসল মালিকের গোলামী ও বন্দেগীর ইলম না থাকায় তাঁর নাফরমানীর দরুন তাদের নিয়ামত সমূহ থেকে বঞ্চিত হয়ে কঠোর শাস্তির উপযুক্ত হতে না হয়।
আল্লাহ পাক আমাদের সন্তানদের দীনের সঠিক জ্ঞান দান করেন।