প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৩:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২২, ৯:৫৪ পি.এম
ঝিকরগাছায় সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি, থানায় জিডি

যশোরের ঝিকরগাছার সাংবাদিক আফজাল হোসেন চাঁদকে সংবাদ সংগ্রহের কাজে বাঁধা ও প্রকাশ্যে হুমকি দিয়েছে ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমান (৩৮)। আফজাল হোসেন চাঁদ বাদি হয়ে থানায় সাধারণ ডায়রী (জিডি) করেছেন।
সাধারণ ডায়রীতে তিনি উল্লেখ করেছেন, উত্তর রাজাপুর গ্রামের জয়নাল মোড়লের ছেলে মোঃ মাহাববুর রহমান ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নংওয়ার্ডের ইউপি সদস্য। মঙ্গলবার (২২মার্চ) সকাল অনুমান সাড়ে ১০টার সময় থানাধীন ৩নং শিমুলিয় ইউনিয়ন পরিষদে তথ্য সংগ্রহ করতে যায়। ৩নং শিমুলিয় ইউনিয়নের সচিবের রুমে আফজাল হোসেন চাঁদকে বসে থাকা দেখেই মাহাববুর অকথ্য ভাষায় গালিগালজ সহ মারপিট করতে আসে ও বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদান করেন। এছাড়াও ৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমান, বাদি আফজাল হোসেন চাঁদকে প্রাণনাশের হুমকি প্রদান করেন। তিনি (মোঃ মাহাববুর রহমান) আফজাল হোসেন চাঁদ’র উপর মিথ্যা মামলা সহ যে কোন ধরণের ক্ষতি সাধন করতে পারে বলে সাধারণ ডায়রী করেছেন। ঝিকরগাছা থানায় সাধারণ ডায়রী নং ৯৫৪, তাং ২২/০৩/২০২২ইং।
৩নং শিমুলিয় ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহাববুর রহমানের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি। থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, আইনগত সহযোগীতা চেয়ে সাংবাদিক আফজাল হোসেন চাঁদ সাধারণ ডায়রী করেছেন। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ জাতীয় দৈনিক খোলা কাগজ ও স্থানীয় দৈনিক সত্যপাঠ পত্রিকার ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho