শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

জাপার প্রেসি‌ডিয়াম হলেন মোস্তফা আল মাহমুদ

ছবি-সংগৃহীত

জাতীয় পা‌র্টির ভাইস চেয়ারম‌্যান মোস্তফা আল মাহমুদকে প‌দোন্ন‌তি দিয়ে দলের নী‌তি নির্ধারণী ফোরা‌ম প্রেসি‌ডিয়ামের সদস‌্য করা হয়েছে।

আজ বৃহস্প‌তিবার (২৪ মার্চ) দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এই পদে পদায়ন করেন।

বিকালে বনানীর নিজ কার্যালয়ে মোস্তফা আল মাহমুদের হাতে প্রেসিডিয়ামের চিঠি তুলে দেন জিএম কাদের।

দলের প্রেসি‌ডিয়াম সদস‌্য নির্বা‌চিত করায় জামালপু‌রের বি‌শিষ্ট ব‌্যবসায়ী মোস্তফা আল মাহমুদ পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘উনারা বিশ্বাস করে আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, সর্বোচ্চ ত‌্যাগ দিয়ে তার প্রতিদান দেওয়ার চেষ্টা কর‌ব। আমি জাতীয় পার্টির জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার কাজে নি‌য়ো‌জিত থাকব। বি‌শেষ করে জামালপু‌র জেলাকে জাতীয় পা‌র্টির শ‌ক্তিশালী ঘাঁটিতে প‌রিণত ক‌রব ইনশাআল্লাহ।’

দলের নতুন প্রেসি‌ডিয়াম সদস‌্য মোস্তফা আল মাহমুদকে দেওয়া পদোন্নতি চিঠিতে জিএম কা‌দের বলেন, ‘আপনাকে (মোস্তফা আল মাহমুদ) জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদোন্নতি প্রদান করে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ পদোন্নতির কারণে আপনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। সেই সাথে আপনার জেলা ও উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।

জাপার প্রেসি‌ডিয়াম হলেন মোস্তফা আল মাহমুদ

প্রকাশের সময় : ০৪:৪৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ মার্চ ২০২২

জাতীয় পা‌র্টির ভাইস চেয়ারম‌্যান মোস্তফা আল মাহমুদকে প‌দোন্ন‌তি দিয়ে দলের নী‌তি নির্ধারণী ফোরা‌ম প্রেসি‌ডিয়ামের সদস‌্য করা হয়েছে।

আজ বৃহস্প‌তিবার (২৪ মার্চ) দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের তাকে এই পদে পদায়ন করেন।

বিকালে বনানীর নিজ কার্যালয়ে মোস্তফা আল মাহমুদের হাতে প্রেসিডিয়ামের চিঠি তুলে দেন জিএম কাদের।

দলের প্রেসি‌ডিয়াম সদস‌্য নির্বা‌চিত করায় জামালপু‌রের বি‌শিষ্ট ব‌্যবসায়ী মোস্তফা আল মাহমুদ পার্টির মাননীয় চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘উনারা বিশ্বাস করে আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন, সর্বোচ্চ ত‌্যাগ দিয়ে তার প্রতিদান দেওয়ার চেষ্টা কর‌ব। আমি জাতীয় পার্টির জাতীয় ও জেলা-উপজেলা পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার কাজে নি‌য়ো‌জিত থাকব। বি‌শেষ করে জামালপু‌র জেলাকে জাতীয় পা‌র্টির শ‌ক্তিশালী ঘাঁটিতে প‌রিণত ক‌রব ইনশাআল্লাহ।’

দলের নতুন প্রেসি‌ডিয়াম সদস‌্য মোস্তফা আল মাহমুদকে দেওয়া পদোন্নতি চিঠিতে জিএম কা‌দের বলেন, ‘আপনাকে (মোস্তফা আল মাহমুদ) জাতীয় পাটির ভাইস চেয়ারম্যান পদ থেকে পদোন্নতি প্রদান করে প্রেসিডিয়াম সদস্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে। এ পদোন্নতির কারণে আপনি জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান হিসেবে বহাল থাকবেন না।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি উক্ত পদে থেকে আপনি জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবেন। সেই সাথে আপনার জেলা ও উপজেলাসহ পার্টির সকল কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন।