প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২২, ৭:২৪ পি.এম
সিরাজদিখানে অটো চালককে গলা কেটে হত্যা, গ্রেপ্তার ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মো: শাহিদ (৫০)নামে এক অটো চালককে জবাইকে করে হত্যার পর তাঁর অটোরিকশা নিয়ে পালিয় যাওয়ার সময় ঘটনার সাথে জড়িত প্রদীপ চন্ড মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করেছে সিরাজদিখান থানা পুলিশ । বুধবার ২৩ মার্চ দিবাগত রাতে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের সিংগারটেক নামক এলাকায় এ ঘটনা ঘটে । নিহত শহিদ উপজেলার কেয়াইন ইউনিয়নের কাটগাও গ্রামের মৃত সেলিম উদ্দিনের পুত্র ।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান,বুধবার দিবগত রাতে ২ টার দিকে নিমতলা নামক স্থান থেকে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার শুভাঢ্যা গ্রামের মুখাই চদ্র মন্ডলের ছেলে প্রদীপ চদ্র মন্ডল (৩৬), পরান মন্ডলের ছেলে রামপদ মন্ডল (৩৮) এবং কেরানীগঞ্জ আগানগর এলাকার আব্দুল হালিম তিনজন অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে যাত্রী সেজে নিমতলা থেকে সিরাজদিখান যাবে বলে শহিদ মিয়াার অটো ভাড়া করে । অটো সিংগারটক নামক এলাকা আসলে তারা অটোচালক শহিদকে গতিরোধ করে অটো থেকে নামিয়ে দিতে চাইলে অনেকক্ষন দস্তাদস্তি চলে এক সময় ছিনতাইকারীরা চাকু দিয়ে শহিদের গলায় পার দিয়ে অটো নিয় চলে যায় । শহিদের চিৎকারে টহল পুলিশ ও এলাকার কয়েকজন মিলে শহিদকে উদ্ধার করে কিন্তু হাসপাতাল নেওয়ার আগেই শহিদ মারা যায় । টহল পুলিশ এবং স্থানীয় জনতা মিলে ঘটনাস্থল থেকে ১ কি: মি: দুরে ঘাতক প্রদীপ চদ্র মন্ডলকে অটোসহ গ্রেফতার করে বাকী দুজন পালিয় যায় ।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,ঘাতকদের উদ্দেশ্য ছিল অটো ছিনতাই তবে তারা তিজনই পেশাদার ছিনতাইকারী তাদের বিরুদ্ধে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানায় একাধিক ছিনতাইয়ের মামলা রয়েছে । প্রদীপ চদ্র মন্ডলের স্বিকার উক্তিতে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় নিহত শহিদ মিয়ার ভাই বাদল মিয়া বাদী হয় ৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho