রাংগুনিয়া উপজেলার মরিয়ম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে বিদ্যালয়ে চিত্রাংকন, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শায়লা শরমিন। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি জনাব আলহাজ্ব আবদুর রহিম। বিশেষ অতিথি ছিলেন পরিচালনা কমিটির সদস্য জনাব আজিমুল কদর। সহকারি শিক্ষক জনাব খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব কাজী আবু মোহাম্মদ খালেদ নিজাম। স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে অতিথি ও শিক্ষকমন্ডলী বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
বার্তা/এন