চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় ১ টি পিস্তল, ম্যগাজিন,২ রাউন্ড গুলি ও অস্ত্রধারীদে ব্যবহৃত মোটরসাইকেলসহ তিন ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,২৬ শে মার্চ( শনিবার )গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী পৌরসভাস্থ পশ্চিম জামিরজুরি সাতছড়ি খালের ব্রিজের উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, দোহাজারী চাগাচরের মাহমুদুল হক এর ছেলে, দোহাজারী পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আসিফুল হক, বারুদখানা এলাকার নুরুল ইসলামের ছেলে, চন্দনাইশ উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আমির হোসেন ও দোহাজারী পৌরসভার মনজুর আহমদের ছেলে,ছাত্রলীগ নেতা ইমরান।ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি আনোয়ার হোসেন জানান আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন।