রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবসে দুর্গাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫০ হতদরিদ্র

স্বাধীনতার অঙ্গীকার হাসি ফুটুক সুস্থতার – এই প্রতিপাদ্যে মহান স্বাধীনতা দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ দুপুরে দুর্গাপুর পৌরশহরের মুজিবনগর এলাকায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু এবং শহীদ আওয়াল স্মৃতি সংঘের সভাপতি হীরা। এই মেডিকেল ক্যাম্পে মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পের ৫০ জন হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন তালুকদার ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মো. সারোয়ার হোসেন তালুকদার (শিপলু) ও বুশরা ডেন্টাল কেয়ারের ডা. মাওলানা আলী উসমান।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বলেন,”মুজিবনগরের মতো একটি অনুন্নত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এখানকার হতদরিদ্র মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটি উদ্যোগ।এটি তাদের খুব কাজে আসবে। এমন উদ্যোগ আরো বেশি বেশি নেয়া উচিত।”
এসময় আলোচনায় ডা.সারোয়ার হোসেন বলেন,”অসহায় মানুষের জন্য কাজ করতে পারাটা সবসময়ই আনন্দের। ভবিষ্যতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে আরো ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করবো।”
এই ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছিলেন ৭০ বছর বয়সী রহিমা খাতুন। তিনি ভাঙা ভাঙা কন্ঠে বলেন,”এই বয়সে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। পয়সার অভাবে অনেকদিন ডাক্তারের কাছে যেতে পারেননা। এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে ভালো লাগছে।”একই কথা জানালেন,এই আবাসনের বাসিন্দা জেসমিন আক্তার ও নূর ইসলাম। তারা জানান,অভাবের কারণে সংসার চালাতেই কষ্ট হয়। সেখানে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করানো খুব কঠিন বিষয়। এমন ফ্রি চিকিৎসা সেবা আরো পেলে তারা খুবই উপকৃত হবেন।
এই মেডিকেল ক্যাম্পের আয়োজক দুর্গাপুর সাংবাদিক সমিতির মুখপাত্র কলি হাসান তালুকদার বলেন,সাংবাদিক হিসেবে সমাজের প্রতি আমাদের দায় অনেক। আমরা যতো বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো ততোই সার্থক হবো। হতদরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা পর্যায়ক্রমে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আমরা আয়োজন করবো। এজন্য সবাইকে পাশে চাই।
বার্তা/এন
জনপ্রিয়

স্বাধীনতা দিবসে দুর্গাপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেলেন ৫০ হতদরিদ্র

প্রকাশের সময় : ০৮:২৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
স্বাধীনতার অঙ্গীকার হাসি ফুটুক সুস্থতার – এই প্রতিপাদ্যে মহান স্বাধীনতা দিবসে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৬ মার্চ দুপুরে দুর্গাপুর পৌরশহরের মুজিবনগর এলাকায় আয়োজিত এ ক্যাম্পের উদ্বোধন করেন দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ইব্রাহিম খলিল টিপু এবং শহীদ আওয়াল স্মৃতি সংঘের সভাপতি হীরা। এই মেডিকেল ক্যাম্পে মুজিবনগর আশ্রয়ণ প্রকল্পের ৫০ জন হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন তালুকদার ক্লিনিকের স্বত্বাধিকারী ডা. মো. সারোয়ার হোসেন তালুকদার (শিপলু) ও বুশরা ডেন্টাল কেয়ারের ডা. মাওলানা আলী উসমান।
মেডিকেল ক্যাম্প উদ্বোধন করে মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার বলেন,”মুজিবনগরের মতো একটি অনুন্নত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প এখানকার হতদরিদ্র মানুষের জন্য খুব প্রয়োজনীয় একটি উদ্যোগ।এটি তাদের খুব কাজে আসবে। এমন উদ্যোগ আরো বেশি বেশি নেয়া উচিত।”
এসময় আলোচনায় ডা.সারোয়ার হোসেন বলেন,”অসহায় মানুষের জন্য কাজ করতে পারাটা সবসময়ই আনন্দের। ভবিষ্যতে দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে আরো ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করবো।”
এই ক্যাম্পে চিকিৎসা নিতে এসেছিলেন ৭০ বছর বয়সী রহিমা খাতুন। তিনি ভাঙা ভাঙা কন্ঠে বলেন,”এই বয়সে শরীরে নানা রোগ বাসা বেঁধেছে। পয়সার অভাবে অনেকদিন ডাক্তারের কাছে যেতে পারেননা। এখানে ফ্রি চিকিৎসা সেবা পেয়ে ভালো লাগছে।”একই কথা জানালেন,এই আবাসনের বাসিন্দা জেসমিন আক্তার ও নূর ইসলাম। তারা জানান,অভাবের কারণে সংসার চালাতেই কষ্ট হয়। সেখানে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা করানো খুব কঠিন বিষয়। এমন ফ্রি চিকিৎসা সেবা আরো পেলে তারা খুবই উপকৃত হবেন।
এই মেডিকেল ক্যাম্পের আয়োজক দুর্গাপুর সাংবাদিক সমিতির মুখপাত্র কলি হাসান তালুকদার বলেন,সাংবাদিক হিসেবে সমাজের প্রতি আমাদের দায় অনেক। আমরা যতো বেশি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারবো ততোই সার্থক হবো। হতদরিদ্র মানুষের জন্য ফ্রি চিকিৎসা সেবা পর্যায়ক্রমে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আমরা আয়োজন করবো। এজন্য সবাইকে পাশে চাই।
বার্তা/এন