প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৯:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২২, ১০:১৭ এ.এম
মুন্সীগঞ্জে আগুনে পুড়লো ৩০ দোকান

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির বালিগাও বাজারের পিয়াজ পট্টিতে অগ্নিকান্ডে ৩০ টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। রবিবার রাত ১১ টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার বালিগাও বাজারের পিয়াজ পট্টিতে আগুনের সূত্রপাত হয়। পরে সেই আগুন মুহুর্তেই ছড়িয়ে পড়ে বাজারের ৩০ টি দোকানে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ্যরা। দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।
স্থানীয়রা জানান,রাতে হঠাৎ করে বাজারের একটি দোকানে আগুন দেখতে পান পরে তা মুহুতের মধ্যে প্রায় ৩০ দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। এর আগে পুড়ে যায় ৩০ টি দোকান। তবে কিভাবে এত ভয়ানক আগুনের সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তারা।
আগুনের বিষয়ে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। তবে কি ভাবে আগুনের সুত্রপাত পাত হয়ে ও কি পরিমান ক্ষয়ক্ষতির হয়েছে সেই বিষয়ে তদন্ত চলছে।
বার্তা /এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho