মাননীয় প্রধানমন্ত্রী হতে ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী (“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা পার্বত্য চট্টগ্রামের ব্যতীত “)শীর্ষক কর্মসূচির আওতায় বকশীগঞ্জ উপজেলায় সমতলে বসবাসকারী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাই সাইকেল বিতরণ করা হয়েছে।২৮ শে মার্চ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) শামসুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা ছরোয়ার আলম, ধানুয়া কামালপুর ইউপি চেয়ারম্যান মশিউর রহমান লাকপতি,বাট্টাজোড় ইউপি চেয়ারম্যান মুখলেসুর রহমান জুয়েল তালুকদার সহ অনেকে। জানা গেছে, ৩০ জন শিক্ষার্থীর মাঝে উপবৃত্তি ২০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বার্তা/এন
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।