অগ্নিদগ্ধ হলে প্রাথমিক অবস্থায় মানুষ কী ব্যবস্থা নেবে, কী করণীয় সে বিষয়ে স্কুল পর্যায়ে শিক্ষা থাকা দরকার বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৯ মার্চ) বেলা ১২টার দিকে বার্ন ও প্লাস্টিক সার্জারি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন ও শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মুজিব কর্নার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
এ সময় আন্তর্জাতিক মানের চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যবিজ্ঞান বিষয়ে আরও বেশি গবেষণা দরকার বলেও জানিয়েছেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী আরও বলেন, গ্যাস সিলিন্ডারসহ দাহ্য পদার্থ ব্যবহারে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। দাহ্য পদার্থ ব্যবহার ও সংরক্ষণকারীদের প্রশিক্ষণ দিতে হবে। এছাড়া, ভবন নির্মাণের সময় অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে।
শেখ হাসিনা বলেন, বার্ন ও প্লাস্টিক সার্জারির সুবিধা সারা দেশে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।