
এই পোশাকবিধি না মানলে চাকরি থেকে বরখাস্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন তারা। তিনটির সূত্রের বরাত বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
সম্প্রতি আফগানিস্তানের ইসলামপন্থী প্রশাসন কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। সূত্র বলছে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা সোমবার সরকারি অফিসগুলোর প্রবেশপথে টহল দিয়েছে। কেউ নতুন অনুশাসন অমান্য করছে কিনা, তা পর্যবেক্ষণ করেছেন তারা।
তালেবানশাসিত আফগানিস্তানে দাড়ি কামাতে কর্মকর্তাদের নিষেধ করা হয়েছে। এছাড়া দীর্ঘ ঢিলেঢালা জামা ও পায়জামা পরতে বলা হয়েছে। আর মাথায় পাগড়ি কিংবা টুপি পরতেও নির্দেশ দেওয়া হয়েছে।
ওয়াক্ত অনুসারে জামায়াতে নামাজ পড়া নিশ্চিত করতে বলা হয়েছে কর্মকর্তাদের। পোশাকবিধি অনুসরণ না করলে তাদের অফিসে ঢুকতে দেওয়া হবে না, বরখাস্ত করারও হুমকি দেওয়া হয়েছে।
তবে এ নিয়ে জানতে চাইলে আফগানিস্তানের জননৈতিকতা বিষয়ক মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুরুষ অভিভাবক ছাড়া নারীদের বিমানে উঠতে গত সপ্তাহে নিষিদ্ধ করেছে তালেবান। প্রতিশ্রুতি অনুসারে নারীদের জন্য স্কুল খুলে দিতেও ব্যর্থ হয়েছে।
রোববার এক নির্দেশনায় বলা হয়েছে, লিঙ্গ অনুসারে পার্ক খোলার সময়ও ভাগ করে দেওয়া হয়েছে। নারীদের জন্য সপ্তাহে তিনদিন ও পুরুষদের জন্য চারদিন খোলা থাকবে পার্ক। এতে বিবাহিত দম্পতি ও পরিবার সদস্যরাও একসঙ্গে পার্কে ঘুরতে বের হতে পারবেন না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho