আমিনপুরে মালবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ তিনজন গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে গিয়ে জানা যায়, কাশিনাথপুর থেকে কাজিরহাট যাওয়ার সময় খাস আমিনপুর শওকত আলীর লুঙ্গির ফ্যাক্টরির সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে সিএনজি ড্রাইভার নাজমুল এবং যাত্রী জুলেখা ও ইয়াসমিন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। ঘাতক ট্রাক চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ওই এলাকায় যান চলাচল কিছুটা অস্বাভাবিক হলে পরে আমিনপুর থানা পুলিশ এবং কাশিনাথপুর ফায়ার এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। বর্তমানে ট্রাক এবং সিএনজি আমিনপুর থানা পুলিশের হেফাজতে আছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।