
ভারতে টানা নয় দিনে পেট্রোল-তেলের দাম আট বার বৃদ্ধি পেয়েছে।
বুধবার পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান অয়েলের পাম্পে লিটার প্রতি দাম ১১০ দশমিক ৫২ টাকা। এটি গত মঙ্গলবারের থেকে ৮৪ পয়সা বেশি।
আর ডিজেলের দাম লিটার প্রতি ৮০ পয়সা বেড়ে হয়েছে ৯৫দশমিক ৪২ টাকা। ধারাবাহিকভাবে ডিজেলের দাম বৃদ্ধি পেলে তা ১০০ টাকা পার করতে পারে বলে শঙ্কা করা হচ্ছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। তারপর থেকে বিশ্ব বাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী। কিন্তু গত ২১ মার্চ পর্যন্ত ভারতে তেলের দাম বৃদ্ধি পায়নি। ২১ তারিখের পর থেকেই টানা তেলের দাম বৃদ্ধি পাচ্ছে।
দেশটির বিরোধী দলের অভিযোগ, দেশটির পাঁচ রাজ্যে নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই তেলের দাম বৃদ্ধি শুরু করে সরকার।
তবে বিরোধী দলের দাবি অস্বীকার করেছে দেশটির কেন্দ্রিয় সরকার। আন্তর্জাতিক বাজারে তেলের দাম অনুযায়ী দেশে তেলের দাম হেরফের হয়। পুরো বিষয়টিই তেল সংস্থাগুলোর নিয়ন্ত্রণাধীন। ফলে দাম বৃদ্ধি বা কমার সঙ্গে সরকারের যোগ নেই।
সূত্র-আনন্দবাজার
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho