বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় দেশের মানুষই বেশি দায়ী

ছবি-সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় অন্য দেশের চেয়ে নিজের দেশের মানুষই বেশি দায়ী। তারাই পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে এ নিষেধাজ্ঞা জারি করিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ মার্চ) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

র‌্যাবের সাবেক ও বর্তমান মহাপরিচালকসহ সাত শীর্ষ কর্মকর্তার ওপর গত বছর ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়।

সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুধু রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। কিন্তু যখনই মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন এসেছে তখন ভোট দিয়েছে বাংলাদেশ।
আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সারা দেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। আর নিম্নবিত্তদের ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে।
প্রশ্ন উত্তর পর্বে আশ্রয়হীন মানুষ ঘর পাওয়ায় শত দুঃখের বোঝা হালকা হয়েছে জানিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নিজের আনন্দ অনুভূতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালে ১৫ আগস্টে পরিবারের সব সদস্যকে হারিয়ে প্রবাসের অসহনীয় জীবন ও পরবর্তীতে দেশে ফিরে রাজনৈতিক প্রতিহিংসার শিকারের অতীত কষ্টের কথা স্মরণ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘরবাড়িহীন দুঃস্থ মানুষ নিজস্ব ঠিকানা পেয়েছেন। ঘর পাওয়ার পর এ ঠিকানাহীন মানুষদের আনন্দঅশ্রু আমাকে ছুঁয়ে যায়। নিঃস্ব দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার বড় আনন্দ। তাদের আনন্দঅশ্রু দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

গত সোমবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়। 

র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় দেশের মানুষই বেশি দায়ী

প্রকাশের সময় : ০১:৫৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাবের ওপর নিষেধাজ্ঞায় অন্য দেশের চেয়ে নিজের দেশের মানুষই বেশি দায়ী। তারাই পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে এ নিষেধাজ্ঞা জারি করিয়েছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ মার্চ) একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশনে এসব কথা বলেন তিনি। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

র‌্যাবের সাবেক ও বর্তমান মহাপরিচালকসহ সাত শীর্ষ কর্মকর্তার ওপর গত বছর ১০ ডিসেম্বর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর প্রকাশ করা হয়।

সংসদে প্রধানমন্ত্রী আরও বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে শুধু রাশিয়ার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাবে ভোট দেয়নি বাংলাদেশ। কিন্তু যখনই মানবাধিকার লঙ্ঘনের প্রশ্ন এসেছে তখন ভোট দিয়েছে বাংলাদেশ।
আসন্ন রমজান উপলক্ষ্যে নিত্যপণ্যের দাম নিয়ে প্রধানমন্ত্রী সংসদে বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার সারা দেশে মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে। আর নিম্নবিত্তদের ভর্তুকি মূল্যে পণ্য দেওয়া হচ্ছে। রমজানেও জিনিসপত্রের দাম সহনীয় থাকবে।
প্রশ্ন উত্তর পর্বে আশ্রয়হীন মানুষ ঘর পাওয়ায় শত দুঃখের বোঝা হালকা হয়েছে জানিয়ে আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে নিজের আনন্দ অনুভূতি প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

১৯৭৫ সালে ১৫ আগস্টে পরিবারের সব সদস্যকে হারিয়ে প্রবাসের অসহনীয় জীবন ও পরবর্তীতে দেশে ফিরে রাজনৈতিক প্রতিহিংসার শিকারের অতীত কষ্টের কথা স্মরণ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পে ঘরবাড়িহীন দুঃস্থ মানুষ নিজস্ব ঠিকানা পেয়েছেন। ঘর পাওয়ার পর এ ঠিকানাহীন মানুষদের আনন্দঅশ্রু আমাকে ছুঁয়ে যায়। নিঃস্ব দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমার বড় আনন্দ। তাদের আনন্দঅশ্রু দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

গত সোমবার একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন শুরু হয়।