৭৬ বছর বয়সে ঢাকাই সিনেমা ‘ময়ূরাক্ষী’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। কিন্তু তাতে কি! চিত্রনায়িকা ববির মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বলছি, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের আত্মীয় হাটহাজারী স্কুলের সাবেক শিক্ষিকা কস্তুরী চৌধুরীর কথা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন এ অভিনেত্রী। বর্তমানে শ্যামলীতে একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন তিনি।
তার মেয়ে অভিনয়শিল্পী সংগীতা চৌধুরী গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তার মা কস্তুরী চৌধুরী।
২১ মার্চ হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে মগবাজারে একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিন দিন লাইফ সাপোর্টে থাকেন। পরবর্তীতে তাকে শ্যামলীর আরেকটি হাসপাতালে নেওয়া হয়।
জানা গেছে, ছোটবেলা থেকেই কস্তুরী চৌধুরী অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন। বড় পর্দায় অভিষেকেরে পর বেশ উচ্ছ্বসিত ছিলেন তিনি। এমনকি বিনোদন জগতে আরও কাজ করার ইচ্ছেও ছিল তার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে করা হয়ে উঠেনি।
মৃত্যুকে বুড়ো আঙুল দেখিয়ে আবারও সবার মাঝে ফিরে আসবেন কস্তুরী বেগম, নতুন উদ্যমে শুরু করবেন কাজ। এমনটাই প্রত্যাশা স্বজন ও ভক্তদের।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।