জামালপুরের বকশীগঞ্জে মেরুরচর ইউনিয়নের ফারাজী পাড়া টেকনিক্যাল আ্যান্ড বিএম কলেজ কর্তৃক মেরুরচর ইউনিয়নে নবর্নিবাচিত চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সিদ্দিকে সংবর্ধনা, পুরষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ মার্চ) দুপুরের কলেজ মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ আব্দুল ছালাম।
এসময় অবসর প্রাপ্ত শিক্ষা অফিসার ও সভাপতি, ব্যবস্থাপনা কমিটি ফারাজি পাড়া বিএম কলেজের এ কে এম আব্দুল বাছেদের সভাপতিত্বে এ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য জয়নাল আবেদিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছরুয়ার আলম, মেরুচর ইউনিয়ন আ’লীগের সভাপতি হুমায়ন কবির সবুজ, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, মেরুরচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাস মন্জু প্রমূখ।
চেয়ারম্যান সিদ্দিক তার বক্তব্য ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাটসহ সকল উন্নয়নমূলক কাজের প্রতিশ্রুতি দেয় এবং ইউনিয়নে বাল্যবিবাহ, মাদক নির্মূল করার ঘোষনাদেন
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।