হবিগঞ্জের মাধবপুরে পুলিশের অভিযানে গাঁজা ফেনসিডিল সিএনজিসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মাধবপুর থানা পুলিশের সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাড়ির এসআই (নিঃ) মোঃ ইসমাইল হোসেন ভুইয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া মাধবপুর ধর্মঘর ইউনিয়নের মেহেরগাঁও জনৈক জালাল মিয়ার বাড়ীর সামনে ধর্মঘর টু নিজনগর পাকা রাস্তার উপর কুখ্যাত মাদক ব্যবসায়ী গাজীপুর জেলার জয়দেবপুর থানার তালতলী গ্রামের
মোঃ আক্কাস আলী সর্রদারের ছেলে মোঃ সবুজ সর্দার(২৫) কে গ্রেপ্তার পূর্বক তাহার হেফাজত হইতে ০৪ কেজি গাঁজা উদ্ধার করেন!
পৃথক স্থানে ১ এপ্রিল সকাল ৭ টায় তেলিয়াপাড়া পুলিশ ফাড়ির এ এস আই মোবারক হোসেন সুরমা চা বাগানে গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার শাহজাহানপুর ইউনিয়নের সুরমা চা-বাগানের লাইনের টেনসির মূলে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কের উপর হইতে কুখ্যাত মাদক ব্যবসায়ী নারায়ণগঞ্জ জেলা রুপগঞ্জ থানার ভোলা কান্দাইল গ্রামের মৃত্যু ইদ্রিস আলীর ছেলে মোঃ খোকন মিয়া(৩৫) ও সিলেট জেলা ও থানার আলী নগর গ্রামের মোঃ আব্দুল করিম এর ছেলে ফখরুল ইসলাম (৪০)কে বাহুবল থানার চরগাও গ্রামের মোঃ আমীর আলী ছেলে মোঃ রোমান মিয়া (২৪), হবিগঞ্জদেরকে গ্রেফতার পূর্বক তাহাদের হেফাজত হইতে ৮০ বোতল ফেনসিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করেন।গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে পৃথক দুটি মামলা রুজু করে আজ শুক্রবার (০১ এপ্রিল) দুপুরে আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
বিষয় টি নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রাজ্জাক তিনি জানান মাদকের বিরুদ্ধে পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।