প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ৫:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২২, ৯:৩৯ পি.এম
পাকুন্দিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ধর্ষক আবু সাঈদকে (৫৫) গ্রেফতার করছে পুলিশ। শনিবার রাতে পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া বালিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবু সাঈদ ওই গ্রামের মৃত ইয়াকুব মিয়ার ছেলে ও দুই সন্তানের জনক।
জানা গেছে, উপজেলার বুরুদিয়া ইউনিয়নের আহুতিয়া বালিয়াপাড়া গ্রামের আবু সাঈদ গত ২ এপ্রিল শনিবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে নবম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীকে ফুঁসলিয়ে তুলে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় পর ধর্ষণের শিকার মেয়েটি প্রথমে তার মাকে জানায়। পরে মেয়েটির মা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে শনিবার রাতে পাকুন্দিয়া থানায় আবু সাঈদকে আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের প্রেক্ষিতে শনিবার রাতেই আবু সাঈদকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
ধর্ষণের শিকার মেয়েটির মা জানান, দীর্ঘদিন ধরে আবু সাঈদ মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মেয়েকে নানাভাবে উত্যক্ত করে আসছিল। এ নিয়ে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচারপ্রার্থী হয়েছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবু সাঈদ মেয়েকে ধর্ষণ করেন বলে জানান তিনি।
এ বিষয়ে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, নবমশ্রেণিতে পড়ুয়া মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তাৎক্ষণিক অভিযুক্ত আবু সাঈদকে গ্রেফতার করা হয়েছে। আজ রোববার দুপুরে অভিযুক্তকে আদালতে হাজির করার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho