শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ

কিয়েভের অদূরে মিলল ৪১০ মরদেহ

ছবি-সংগৃহীত

রাজধানী কিয়েভের অদূরে ৪১০ জনের মরদেহ মিলেছে বলে দাবি করেছে ইউক্রেন।  কিয়েভে রুশ বাহিনীর সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তদন্তে এ তথ্য উঠে এসেছে বলে দাবি দেশটির প্রধান প্রসিকিউটরের। খবর রয়টার্সের।

কিয়েভের আশপাশের শহরগুলো থেকে রুশ সেনাদের প্রত্যাহারের পর বুচা শহরের মেয়র দাবি করেছেন, ৩০০ বেসামরিক লোককে হত্যা করেছে রাশিয়া।  চেচেনরা এ এলাকা নিয়ন্ত্রণে নিতে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।

রোববার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন, ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০ মরদেহ পরীক্ষা করেছেন।

রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। রুশ বাহিনীর অভিযানে কোনো বেসামরিক হয়রানির স্বীকার হয়নি বলে দাবি মস্কোর। তারা বলছে, পশ্চিমা গণমাধ্যম সহিংসতা উসকে দিতে এসব অপপ্রচার চালাচ্ছে।

শনিবার বুচার একটি সড়কেই অন্তত ২০টি মরদেহ দেখতে পেয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। তাদের একজনের হাত ছিল পেছনে বাঁধা। সবকটি মরদেহের বেসামরিক পোশাক পরা ছিল। রবিবার স্থানীয় কর্মকর্তারা এএফপিকে গণকবর দেখান। সেখানে ৫৭টি মরদেহ দেখতে পান সাংবাদিকরা।

জনপ্রিয়

কিয়েভের অদূরে মিলল ৪১০ মরদেহ

প্রকাশের সময় : ০৪:৩৬:৫৫ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২

রাজধানী কিয়েভের অদূরে ৪১০ জনের মরদেহ মিলেছে বলে দাবি করেছে ইউক্রেন।  কিয়েভে রুশ বাহিনীর সম্ভাব্য যুদ্ধাপরাধ নিয়ে তদন্তে এ তথ্য উঠে এসেছে বলে দাবি দেশটির প্রধান প্রসিকিউটরের। খবর রয়টার্সের।

কিয়েভের আশপাশের শহরগুলো থেকে রুশ সেনাদের প্রত্যাহারের পর বুচা শহরের মেয়র দাবি করেছেন, ৩০০ বেসামরিক লোককে হত্যা করেছে রাশিয়া।  চেচেনরা এ এলাকা নিয়ন্ত্রণে নিতে গেলে এই হত্যাকাণ্ড ঘটে।

রোববার দেশটির প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেডিকতোভা জানিয়েছেন, ফরেনসিক বিশেষজ্ঞরা ইতোমধ্যে ১৪০ মরদেহ পরীক্ষা করেছেন।

রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে। রুশ বাহিনীর অভিযানে কোনো বেসামরিক হয়রানির স্বীকার হয়নি বলে দাবি মস্কোর। তারা বলছে, পশ্চিমা গণমাধ্যম সহিংসতা উসকে দিতে এসব অপপ্রচার চালাচ্ছে।

শনিবার বুচার একটি সড়কেই অন্তত ২০টি মরদেহ দেখতে পেয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা। তাদের একজনের হাত ছিল পেছনে বাঁধা। সবকটি মরদেহের বেসামরিক পোশাক পরা ছিল। রবিবার স্থানীয় কর্মকর্তারা এএফপিকে গণকবর দেখান। সেখানে ৫৭টি মরদেহ দেখতে পান সাংবাদিকরা।