হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের চান ভাংগা বাজারের পাশে খোয়াই নদীর পাড়ে থেকে অবৈধ ভাবে বালু মাটি কাটার দায়ে এক ব্যাক্তি কে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করেছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা।
বুধবার (৬ এপ্রিল) সকাল ১১.৩০ ঘটিকায় চুনারুঘাট উপজেলার ৬ নং সদর ইউনিয়নের চানভাঙ্গা বাজার সংলগ্ন খোয়াই নদীর তীর হতে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়াড়ি গ্রামের মোঃ জাহির হোসেন এর ছেলে মোঃ আফরোজ আলী,( ৩৫) কে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়!

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। সার্বিক সহযোগিতায় ছিল চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
বিষয় টি নিশ্চিত করে জানান, চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। তিনি জানান অবৈধ ভাবে বালু মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।