Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১বৃহস্পতিবার , ৭ এপ্রিল ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়ায় গোয়ালঘরে আগুনে পুড়ে মরলো চার গরু

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) ভোরে গোয়ালঘরে আগুন লেগে প্রায় পাঁচ লাখ টাকা দামের চারটি গরু পুড়ে মারা গেছে ৷ সদর উল্লাপাড়া ইউনিয়নের নাগরৌহা গ্রামের ওসমান গণির বাড়ীতে এ দুর্ঘটনা হয়েছে ৷ এছাড়া ক্ষতি হয়েছে বসতঘরসহ আসবাব সামগ্রী ৷ সরেজমিনে সকাল সাড়ে ছয়টার দিকে গিয়ে দেখা ও জানা গেছে প্রায় ত্রিশ বছর বয়সী ওসমান গণি সৌদি আরবে শ্রমিকের কাজে করছেন ৷ তার স্ত্রী নিজ বাড়ীতে উন্নত জাতের বড় ধরণের চারটি গরু লালন পালন করছেন ৷ এর মধ্যে তিনটি গাভী ও একটি ষাড় গরু ৷ গরুগুলোর দাম প্রায় পাঁচ লাখ টাকা বলে জানানো হয় ৷ বাড়ীর গোয়াল ঘরে গরুগুলো রেখে লালন পালন করা হচ্ছিলো ৷ আজ বৃহস্পতিবার ভোরে গোয়াল ঘরে আগুন লেগে গরু চারটি পুড়ে গোয়াল ঘরেই মারা গেছে ৷ বাড়ীর লোকজনের ধারণা গোয়ালে ব্যবহৃত মশার কয়েল থেকে আগুন লেগেছে ৷ প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা চালায় ৷ বসত ঘরের ক্ষতি হয়েছে ৷

এদিকে উল্লাপাড়া ফায়ার সার্ভিস এর ষ্টেশন মাষ্টার সরোয়ার হোসেন বলেন তারা আগুন লাগার খবর পেয়ে রওনা হলেও গ্রামটির উত্তরপাড়ায় ঘটনাস্থলে যেতে সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় যেতে পারেনি বলে জানা গেছে ৷ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন বলেন . তারা গরীব পরিবার ৷ কিভাবে ক্ষতি কাটিয়ে উঠবেন তা ভাবতেই পারছেন না ৷

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: