
যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের পশ্চিম উপকূল থেকে দেশটির একটি জ্বালানীবাহী ট্যাংকার আটক করেছে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট।
আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) ইয়েমেনের রাষ্ট্র-নিয়ন্ত্রিত তেল কোম্পানি ‘ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানি’ বা ওয়াইপিসির বরাত দিয়ে এই খবর জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্স-টুডে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার (৬ এপ্রিল) সৌদি সেনারা ডিজেলবাহী ‘ডেটোনা’ ট্যাংকারটিকে আটক করে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি অঞ্চলে নিয়ে যায়।
এবিষয়ে ওয়াইপিসির মুখপাত্র ইসাম আল-মুতাওয়াক্কিল বলেন, জাতিসংঘের কাছ থেকে ছাড়পত্র নিয়ে ওই ডিজেলবাহী ট্যাংকারটি ইয়েমেন উপকূলে গেলেও আমেরিকা ও সৌদি-নেতৃত্বাধীন আগ্রাসী জোট এটিকে আটক করেছে।
তিনি বলেন, ইয়েমেনের জনগণের ওপর আরো বেশি চাপ দেয়ার কৌশল হিসেবে জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে এ কাজ করা হয়েছে।
মুতাওয়াক্কিল জানান, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইয়েমেন অভিমুখে ১৮টি জ্বালানীবাহী ট্যাংকার গেলেও এগুলোর মধ্যে মাত্র তিনটিকে হুদায়দা বন্দরে ভিড়তে দেয়া হয়েছে।
এর আগে গত শুক্রবার (১ এপ্রিল) ইয়েমেনে দুই মাসের যুদ্ধবিরতিতে রাজি হয় সৌদি আরব ও ইয়েমেন। এই সময়ে আর হামলা চালাবে না আগ্রাসী দেশটি। এছাড়া ইয়েমেনের হুদায়দা বন্দর দিয়ে দেশটির জন্য জ্বালানী আমদানি করতে দেয়া হবে বলেও যুদ্ধবিরতির শর্তে উল্লেখ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho