ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ভেজাল খাদ্য উৎপাদনে ৩ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধিনে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক শেখ সাদী।
আজ (৭ এপ্রিল) রোজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ভান্ডারা গ্রামে সিয়াম মুড়ি তৈরির কারখানায় অভিযান চালিয়ে খোলা লবন ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় কারখানা মালিক আলেফ উদ্দীনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।এর আগে পৌর শহরের বন্দরে দুলাল ষ্টোরকে ৩৮ ধারা লঙ্ঘন করায় প্রতিষ্টানের মালিক সুশান্ত সাহাকে ১০হাজার টাকা ও সনজিত ষ্টোর ৪০ ধারা লঙ্ঘন করায় প্রতিষ্ঠানের মালিক সনজিত মন্ডলকে ৫হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালক শেখ সাদী।
এ সময় সাথে ছিলেন রানীশংকৈল উপজেলার স্যনিটারি ইন্সপেক্টর সারোয়ার হোসেন ও পুলিশের একটি টিম।
বার্তা /এন
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।