বাগেরহাটের শরণখোলায় স্বামী ও সন্তানের মৃত্যু সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলো রুমানা আক্তার বাপ্পী (১৯) নামের এক গৃহবধু। ৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধায় উপজেলার নলবুনিয়া গ্রামে দাদার বাড়ীতে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দেওয়া তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত বছর আত্মহত্যা করে রুমানার স্বামী সাকিল হাওলাদার। কয়েক মাস আগে মারা যায় কোলের একমাত্র শিশু সন্তান।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন অর রশীদ জানান, এক বছরের মধ্যে স্বামী ও সন্তান হাড়িয়ে রুমানা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এ ছাড়া বাবা-মায়ের বিচ্ছেদ নিয়েও ছিলো দীর্ঘ দিনের মানসিক যন্ত্রনা । বাবা জাহাঙ্গীর মাঝি থাকেন প্রবাসে । মা সাথী বেগম থাকতেন অন্যের সংশারে । সব কিছু হারিয়ে রুমানাকে থাকতে হত নলবুনিয়া গ্রামে দাদী আলেয়া বেগমের কাছে । এদিন সন্ধায় দাদী বাথরুমে গেলে এই সময়ে রুমানা গলায় ফাঁস দেয় ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকরাম হোসেন জানান, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হবে।এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।