রাজবাড়ীর কালুখালীতে চাকা ফেটে নসিমন উল্টে চালক সাইফুল ইসলাম (৩৫) মারা গেছেন।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পাইকারা মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।
সাইফুল পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের আরশেদ মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সাইফুল তার নিজের নসিমনে পাংশা বাজারের ব্যবসায়ী জীবন সাহার ২০ ব্যারেল সয়াবিন তেল বোঝাই করে নসিমন চালিয়ে বালিয়াকান্দির জামালপুরের উদ্দেশ্যে রওনা হন। তিনি পাইকারা মোড়ে এলে নসিমনের সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়। এসময় নসিমনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক সাইফুলের মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।